ইন্ডিয়ান ভিসা ই-টোকেন সফটওয়্যার A To Z টিউটোরিয়াল । 100% WORKING .

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ?
আপনারা যারা ইন্ডিয়ান ভিসার ডেট ধরার কাজ করেন তারা খুব ভাল করেই জানেন যে বর্তমানে  একটি ডেট পাওয়া কত টা কঠিন এবং ভাগ্যের ব্যাপার । আর অনেকেই আছেন যারা একেবারেই ডেট পান না । কিন্তু বর্তমানে সফটওয়্যার ব্যাবহার করে প্রতিদিন ১-২ টি করে ডেট পাওয়া যাচ্ছে ।
আর আজ  আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার যা দিয়ে কাজ হয়, এবং হবেই। সফটওয়্যারটি আসলে একটি ডেস্কটপ টুল যা ব্যাকগ্রাউন্ডে একটি ওয়েব ব্রাউজার এর মত কাজ করে। ১০০% কার্যকরী সেই সফটওয়্যারের নাম IVAC Software
 IVAC Software ১০০ ভাগ নিশ্চয়তা দেবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করার।
আপনার আশেপাশে যারা প্রতিদিন ডেট কনফার্ম করছে তাদের ১০০ জনের ৯০ জনই আমাদের তৈরি IVAC Software ব্যাবহার করছে। আপনার কাছে আমাদের সফটওয়্যার থাকলেই আপনি দিতে পারবেন ১০০% নিশ্চয়তা।
আপনি যদি একজন পার্ট টাইম ওয়ার্কার, একজন পাসপোর্ট বা ভিসা এজেন্ট, ব্যাবসায়ী, কিংবা ভারতীয় ভিসার ই-টোকেন এর কাজের সাথে জড়িত হন বা এ ধরনের ব্যাবসা করতে চান তাহলে আমাদের সফটওয়্যার টি আপনার জন্যই। কারণ, ভারতীয় ভিসা ভবিষ্যতে আর কখোনই লাইনে দাঁড়িয়ে নেওয়া যাবেনা, এখন এবং এরপর থেকে আজকের মতো অনলাইনেই নিতে হবে। আমাদের সফটওয়্যার আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দিতে পারবে না। তবে আপনি পরিমিত কিন্তু নিয়মিত আয় করতে পারবেন।
 আমরাই প্রথম এই ধরণের সফটওয়্যার সকলের ব্যাবহারের উপযোগী করে সার্ভিস দিয়ে থাকি। সুতরাং, আমাদের সফটওয়্যারের কোন বিকল্প নেই। 
 সফটওয়্যার মুল্য ৩০০০=/ টাকা ১৫ দিনের জন্য। 
৫০% টাকা দিয়ে সফটওয়্যার নিতে পারবেন । এবং বাকী ৫০% 
কাজ করার ২ দিনের মধ্যে পরিশোধ করতে হবে । 
আমাদের সাথে যোগাযোগ করুনঃ 01745046720







         
IVAC সফটওয়্যার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর দেখে নিন ।

প্র: IVAC সফটওয়্যার কি ?
উ: IVAC সফটওয়্যার একটি শক্তিশালী সফটওয়্যার যা দিয়ে ইন্ডিয়ান এম্ব্যাসি এর সার্ভারে অটোমেটিক ভাবে কনেক্ট করে ইন্ডিয়ার ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়া যায়। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য সফটওয়্যারটিতে মিশন, ওয়েব ফাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সফটওয়্যারটি চালু রাখতে হয়। যথাসময়ে সার্ভার ওপেন হলে সফটওয়্যারটি নিজেই আপনার হয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করে পিডিএফ ডাউনলোড করে রাখে।
প্র: আমি কি এটি ব্যবহার করতে পারবো?
উ: নিশ্চয়ই! IVAC সফটওয়্যার তৈরী করা হয়েছে এমনভাবে যাতে যে কোন সাধারন ব্যাবহারকারী এটা ব্যাবহার করতে পারে। আপনি যেহেতু এই পোষ্ট পর্যন্ত পৌছে গেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি অবশ্যই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন। কারন সফটওয়্যারটি ব্যাবহার করতে সামন্য কয়েকটি মাউসের ক্লিক আর অল্প কীবোর্ডের লেখা দরকার হয়।
প্র: সফটওয়্যারটি কিভাবে কাজ করে ?
উ: আমরা সবাই জানি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়ার জন্য যতটুকু সময় সার্ভার খোলা হয়, ততটুকু সময় সার্ভার প্রচন্ডরকম ব্যাস্ত থাকে অথবা ডাউন থাকে। আপনার ৫১২ কেবিপিএস বা ১ এমবিপিএস স্পিডের ইন্টারনেট সংযোগ থাকার পরেও ১০০ কিলোবাইট সাইজের গেট অ্যাপয়েন্টমেন্ট পেজটি লোড হয়না। এটা আপনার ইন্টারনেট লাইনের ইস্যু নয়, এটা ইন্ডিয়ান এম্ব্যাসির সার্ভার ইস্যু। অনেক অনেক ভিজিটর একই সাথে হিট করার কারনে ওদের সার্ভার টেমপরারী ডাউন হয়ে পড়ে।
আমাদের সফটওয়্যারটি কোন পেজ লোড না করে, ক্যাপচা বাইপাস করে সরাসরি ওদের ডাটাবেজে কানেক্ট করে এবং আপনার দেওয়া ইনফরমেশন ওদের ডাটাবেজে সাবমিট করে। পুরো ব্যাপারটা ঘটতে ১ সেকেন্ডেরও কম সময় লাগে, কারন এখান থেকে ৫-১০ কেবি ডাটা ওদের সার্ভারে পৌছাতে পারলেই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়।
প্রঃ এই সফটওয়্যার দিয়ে কী কী মিশনের ডেট কনফার্ম করা হয় ?
উঃ এই সফটওয়্যার দ্বারা আপনি ঢাকা এবং চিটাগং মিশনের ডেট কনফার্ম করতে পারবেন । আপাতত রাজশাহী  মিশন এর ডেট হবে না । সম্ভব হলে পরবর্তীতে আপনাকে জানানো হবে । 
প্র: সফটওয়্যারটি কাদের জন্য তৈরী করা হয়েছে?
উ: এটা আসলে ব্যাবসায়িদের জন্য তৈরী করা হয়েছে, ব্যক্তিগত ব্যাবহারের জন্য নয়। যাদের নিয়মিত এবং একাধিক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এটি মূলত তাদের জন্য। সাইবার ক্যাফে, ভিসা – ট্রাভেল এজেন্সী অথবা তাদের জন্য যারা ইটোকেন ব্যাবসা করছে বা করতে চায়।
প্র: আপনাদের সফটওয়্যারটি দৈনিক কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে সক্ষম?
উ: আসলে ইন্ডিয়ান এম্ব্যাসির সার্ভার খুব অল্প সময়ের জন্য খোলা থাকে। এখানে ডেট পাওয়াটা সফটওয়্যার ছাড়া সম্ভব ই না। আপনি যদি ৫১২ কেবিপিএস স্পীড এর ইন্টারনেট সংযোগের সাথে IVAC সফটয়ার ব্যাবহার করেন তাহলে প্রতিদিন অল্প সময়ের ভেতরেই আপনি নিশভিতভাবে দুইটি অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করতে পারবেন। তবে প্রতিদিন কমপক্ষে একটি ডেট কনফার্ম হবেই। আর যারা ১ এম্বিপিএস স্পীডের ইন্টারনেট সংযোগ ব্যাবহার করবেন তারা প্রতিদিন কমপক্ষে২ টা এবং সর্বোচ্চ ৩ টি ডেট কনফার্ম করতে পারবেন। এবং এটা পরীক্ষিত।
প্র: আমাকে কি ২৪ ঘন্টা কম্পিউটার চালু রাখতে হবে ?
উ: না। শুধুমাত্র যতটুকু সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য খুলো দেওয়া হয়, ঐ সময়ের ১৫-২০ মিনিট আগে চালু করলেই যথেষ্ট। আবার ২৪ ঘন্টা চালু রাখলেও কোন ক্ষতি নেই। কারন সফটওয়্যারটি প্রতি ৫ মিনিট পরপর ব্যাকগ্রউন্ডে আপনার অজান্তেই সার্ভারের সাথে যোগাযোগের চেষ্টা করবে। যতক্ষন না পর্যন্ত গেট অ্যাপয়েন্টমেন্ট বাটল সচল হবে, ততক্ষন পর্যন্ত ব্যাকগ্রউন্ডে আপনার অজান্তেই সার্ভারের সাথে যোগাযোগ চলতে থাকবে। যেহেতু সারাদিন রাত অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য সার্ভার খুলে রাখা হয় না, তাই সবসময় সফটওয়্যার চালু রেখে অতিরিক্ত কোন সুবিধা নেই।
প্র: কিভাবে আপনাদের পেমেন্ট করবো?
উ: আমরা বিকাশ এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট নিয়ে থাকি।
প্র: আমি কি আপনার সাথে দেখা করে সফটওয়্যারটি কিনতে পারি? আপনাদের অফিসের ঠিকানা কি?
উ: না। এ ধরনের সফটওয়্যার কেনা বেচায় কিছু আইনগত সমস্যা আছে, এবং আমরা প্রত্যেকেই তা অবগত।
প্রঃ আমি কি সফটওয়্যারটি পরীক্ষা করতে পারি অথবা, ডেমো পেতে পারি?
উঃ  অবশ্যই, আপনি ডেমো পেতে পারেন। তবে, সফটওয়্যারটি আমরাই পরীক্ষা করেছি এবং অনেকেই এটা ব্যাবহার করছে- তাই আপনার পুনরায় পরীক্ষা করার প্রয়োজন হবেনা। আর একদিনের জন্য কাজ করবে এরকম ভাবে আমাদের কোন সিস্টেম তৈরি করা নেই। সুতরাং, আপনি ডেমো সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল ও করতে পারবেন, কিন্তু তা কাজ করতে হলে লাইসেন্স এর চাবি চাইবে, যা আপনাকে ৩০০০/- টাকা দিয়ে ১৫ দিনের জন্য কিনে  নিতে হবে।   তবে এখন আমরা ৫০% টাকা নিয়েই সফটওয়্যার দেই এবং বাকী ৫০% কাজ হওয়ার ২ দিনের ভিতর পরিশোধ করতে হবে ।
প্র: ঠিক আছে। পেমেন্ট কনফার্ম করার কতক্ষণ পরে আমি সফটওয়্যারটি পাবো?
উ: আপনি পেমেন্ট কনফার্ম করার পর সেটা ভেরিফাই করার জন্য আমরা সর্বোচ্চ ১ ঘন্টা সময় নিয়ে থাকি । ১ ঘন্টার মধ্যে আপনাকে সফটওয়্যারটির লাইসেন্স কি / পাসওয়ার্ড পাঠানো হবে।
প্র: আমি যে কোন দিন যে কোন সময় আপনাদের সফটওয়্যার কিনতে পারি?
উ: না। শুধুমাত্র শনিবার থেকে বৃহস্পতিবার অফিস আওয়ার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যে কোন সময়ে আমাদের সফটওয়্যার কিনতে পারবেন। এর বাইরে অন্য সময়ে আমাদের সেলস ডিপার্টমেন্ট সম্পূর্ন বন্ধ থাকে। অর্থাৎ আপনি যদি বন্ধের দিন পেমেন্ট পাঠান অথবা সেলস ডিপার্টমেন্ট বন্ধ হবার পরে পেমেন্ট পাঠান তাহলে পরবর্তী কর্মদিবসের প্রথম ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।
তবে বিক্রয় পরবর্তী টেকনিক্যাল সাপোর্ট সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
প্র: আমি কি একই সাথে একই সময়ে ২ টি কম্পিউটারে সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবো?
উ: না। আমরা প্রতিটি সফটওয়্যার একজন ব্যাবহারকারীকে ব্যাবহারের অনুমতি দেই। একইসাথে একাধিক কম্পিউটারে সফটওয়্যারটি ব্যবহৃত হলে আপনার লাইসেন্স সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের কোন দায়বদ্ধতা থাকবে না।



How To Create Temporary file easily ? কিভাবে খুব সহজে টেম্পোরারী ফাইল তৈরী করবেন?

Temporary File Create


আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? খুব ভালো আছেন নিশ্চয়ই :)

আজকের যে টিপস টি নিয়ে লিখতে বসলাম তা নিয়ে অনেক আগেই বহু টিপস শেয়ার হয়ে গেছে। আজকের টিপসটি মুলত অনলাইনে আমরা যারা ইন্ডিয়ান ভিসার কাজ করি তাদের একটি কাজের অংশ নিয়ে।

         How To Create Temporary file easily ?


জ্বী ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। যে ভিডিও টিতে আছে কিভাবে খুব সহজে ৩ ক্লিক এ টেম্পোরারী ফাইল তৈরী করবেন। আমি মনে করি আপনারা ভিডিওটি দেখলে টেম্পোরারী ফাইল তৈরী করতে আর ভয় পাবেন না।

বিঃদ্র ঃ টেম্পোরারী ফাইল তৈরী করতে আমরা কেউ Autofill এড-অনস ব্যবহার করি আবার কেউ Auto Form ও ব্যবহার করি। আজকে আপনাদের সাথে যে সফটওয়্যারটির পরিচয় করিয়ে দেব সেটা সম্পর্কে সবাই জানেন। যারা নতুন তারা এটা থেকে যদি কিছুটা হলেও সুবিধা পেয়ে থাকেন তবেই আমার কষ্ট স্বার্থক বলে মনে করব।

    
   How To Create Temporary file easily ?


যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টস করবেন। আপনাদের একটি কমেন্টস ই আমাকে পরবর্তী কাজের অনুপ্রেরনা দিবে।

ভালো থাকবেন আর ভালো রাখবেন।

Indian Visa Appointment Date নিয়ে প্রশ্ন ও তার উত্তর।

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা?

    বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিষয় হল Indian Visa Appointment Date . যত দিন যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছেই।

আসুন আমরা সবাই মিলে করে ফেলি এর সমাধান... ভাবছেন কিভাবে? কমেন্টস এ আপনার সমস্যা এবং প্রশ্ন টি করুন , আমি আমার সাধ্যমত সমাধান দেয়ার চেষ্টা করব। একটা বিষয় বলে রাখা ভালো, আমি কিন্তু সব বিষয় গুলি জানি না। তাই আমি যেটা জানি না সেই বিষয় যিনি জানেন তিনি তার সমাধান বলবেন।

    কমেন্টস এ সুন্দর করে আপনার সমস্যার গুছিয়ে কথা বলুন। আমি আমার লেখায় যিনি প্রশ্ন করেছেন তার নাম এবং যিনি সমাধান দিয়েছেন তার নাম সহ প্রকাশ করে দিব...

যারা একদম নতুন তারা আমার এই Indian Visa Work Tutorial For Fresh New Comer (একেবারে নতুনদের জন্য ইন্ডিয়ান ভিসা কাজ এর টিউটোরিয়াল) 
লেখাটি দেখুন।

কিছু কমন সমস্যা নিয়ে লেখা আমার আগের পোষ্ট টি পড়ুন এখান থেকে

১... প্রশ্ন - - Session Expired এর সমাধান কি?
উত্তর - - -  ইদানিং এই প্রশ্ন টি ব্যাপক ভাবে শোনা যাছে। Session Expired এর বাংলা অর্থ দাঁড়ায় মেয়াদ শেষ হয়ে যাওয়া। বিষেশ করে যারা টেম্প ফাইল দিয়ে কাজ করছেন তাদের এই সমস্যা বেশী হচ্ছে না জানার কারনে। মানে আপনি আপনার ফাইল টি বিজিডি করার পর থেকে ৩০ মিনিট সময় পাবেন। এর বেশী হলে Session Expired দেখাবে। ২য় কারন হল আপনার Multifox Add ons টির আপডেট ভার্সন এর জন্য। খেয়াল করে দেখুন আপনার Multifox Add ons টির ভার্সন ৩.১.০ হয়ে আছে কিনা?

যদি তাই হয় তবে শিউর থাকেন আপনি যদি ২ মিনিট আগেও বিজিডি করেন, এবং Multifox Add onsদিয়ে কয়েকটি ট্যাব ওপেন করেন তবে অবশ্যই Session Expired দেখাবে। প্রথমে আপনি এড অন্স এ গিয়ে আপনার ৩.১.০ ভার্সন্টি রিমুভ করে দিন। এখন আপনি Google.com থেকে Search দিন Multifox all version এবার দেখুন একদম প্রথমে যে সাইটটি দেখাচ্ছে ওটা ঢুকে Multifox Add ons ২.২.১ ভার্সনটি ইন্সটল করুন। তারপর আবার এড অন্স এ গিয়ে মাল্টিফক্স এর আপডেটটি বন্ধ করে দিন।

ইন্ডিয়ান ভিসার ডেট পাওয়ার কিছু অসাধারন টিপস । যারা নিয়মিত কাজ করেন তাদের জন্য ।

আসসালামু আলাইকুম ,


বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসা'র ডেট এর কাজ অনেক জনপ্রিয় হওয়ায় ডেট পাওয়া এখন অনেক কঠিন হয়ে গেছে ।
কিন্তু কিছু ট্রিকস দ্বারা প্রতিদিন ডেট পাওয়া সম্ভব । আসুন দেখা যাক কিছু টিপস ।
ডেট ছাড় আগ মুহূর্তে সার্ভার অনেক বিজি থাকে তাই  সার্ভার এক্সেস করা যায় না । এজন্য আগে থেকে সার্ভার এ ঢুকে থাকবেন । এবং ক্যাপচা  কিছুক্ষন পর পর রিলোড দিবেন । মাঝে মাঝে ক্যাপচা দেখতে সমস্যা তাই নিচের এড অন টি ব্রাউজারে ইন্সটল করে রাখুন ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
রিপ্রিন্ট পেইজ টা রিলোড দিলে ওয়েব ফাইল নাম্বার এবং বার্থডে ও পাসপোর্ট নাম্বার । বার বার লিখতে হয় ।
এজন্য অটোফরম  এড অন্স টি ব্যাবহার করুন ।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
 চিত্র টি দেখুন ।
  ঐ খানে ক্লিক করে আপনার লিখা ডেটা গুল  সেভ করে রাখুন । এবং তারপর ঐ পেইজ  এ গেলেই দেখবেন অটো
সব কিছু পুরন হয়ে গেছে ।
মজিলা ফায়ার ফক্স কে অনেক ভাবে ব্যাবহার করার জন্য নিচের এড অন্স টি ব্যাবহার করুন ।
Multi fox 2.2.1 DOWNLOAD

এবং সব শেষে ডেট কনফার্ম করার আগে আপনার পিসির নেট স্পীড টানার জন্য ইউটিউব এ ভিডিও প্লে করে কেটে দিন  অথবা কিছু ডাউনলোড এ দিয়ে ক্যান্সেল করে দিন ।
আজ এ পর্যন্ত
 ই ...  ভাল থাকবেন সবাই ।
ধন্যাবাদ সকল কে ।

ইন্ডিয়ান ভিসার সকল টিপস এবং সোর্স কোড গুলোর আপডেট পেতে ভিজিট করুন ইন্ডিয়ান ভিসার  বাংলাদেশের এক মাত্র ওয়েব সাইট এ ...।। 

Indian Visa Work Tutorial For Fresh New Comer (একেবারে নতুনদের জন্য ইন্ডিয়ান ভিসা কাজ এর টিউটোরিয়াল)


জানি আমার এই চমকপ্রদ পোষ্ট এর হেডিং দেখে অনেকেই আগ্রহী হবেন। আপনাদের স্বাগতম। আমি মনে করি শুধুমাত্র তারাই এটা থেকে শিখতে পারবেন যাদের নিজেদের কিছু করে দেখানোর ইচ্ছা আছে।

আসুন তাহলে শুরু করি।

Indian Visa কাজ করতে চাই এই কথা টা আমাকে প্রায় প্রতিদিন Facebook এ ইনবক্স করেন অনেক মানুষ। শুধু আমাকেই করেন না, যারা যারা এই কাজটি দীর্ঘদিন ধরে করেন তাদের সবাইকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি ভাবলাম যে সবাইকে আলাদা ভাবে উত্তর না দিয়ে লিখে ফেলি কিভাবে কাজ করবেন।

প্রথমেই বলি Indian Visar কাজটা আসলে কি?
উত্তর-- Peoples Republic Of India তে যাওয়ার জন্য Online এ Appointment নেয়ার একটি মাধ্যম। এখান থেকে শুধুমাত্র বাংলাদেশ এর লোকদের India যাওয়ার জন্য Appointment এর কাজ করতে পারবেন।

প্রশ্ন-- কিভাবে শুরু করবো?
উত্তর--- প্রথমেই জানুন কোন সাইট থেকে কাজটি করা হয়। লিঙ্ক দেখুন এখান থেকে    । আশা করি লিঙ্ক এ ধুকেছেন এবং কিছুটা ধারনা পেয়েছেন। আসুন এবার দেখাই কিভাবে কাজটি করতে হবে। কাজটি করার জন্য আপনাকে অবশ্যই Bangladesh থেকে India যেতে চান এমন একজনের Valid Passport এর দরকার হবে। India যেতে হলে আমরা মূলত কয়েকটি Visa Category তে যেতে পারব, তা হল Tourist Visa , Medical Visa, Student Visa, Business Visa. আরো অনেক Visa Category আছে তবে আমাদের দেশ থেকে এই তিনটা Visa Category তে ইন্ডিয়া যায় বেশী।
এবার জানতে হবে কোন ভিসার জন্য  কোন কোন কাগজপত্র আপনাকে জমা দিতে হবে।
         Tourist Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে ঃ 
১.. একটি Valid Bangladeshi Passport ,যার Date Of expiry থাকতে হবে কমপক্ষে ১ বছর।
২.. এককপি ২'' গুন ২'' সাইজের সদ্যতোলা ছবি। এই ছবিটি আপনাকে ফর্ম পূরণ করার সময় স্ক্যান করে অনলাইনে দিয়ে দিতে হবে।
৩.. একটি.২ মাসের Bank Statement . ব্যালান্স সর্বনিন্ম ২০,০০০/- টাকা থাকতে হবে।
৪.. একটি কাউন্সিলর/চেয়ারম্যান এর সার্টিফিকেট।
৫.. একটি বিদ্যুৎ বিল/গ্যাস বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
৬.. একটি National Id Card এর ফটোকপি।
৭.. আপনার পেশা যদি ব্যাবসা হয় তবে ট্রেড লাইসেন্স এর কপি। ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য তাদের বাবা-মায়ের Bank Statement এবং অবশ্যই বাবা-মায়ের Appointment Date এর প্রিন্টকৃত ডকুমেন্টস সাথে দিতে হবে। কোনক্রমেই বাব-মায়ের Appointment Date এর আগে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের Appointment Date হলে তা গ্রহন যোগ্য হবে না।
৮.. আপনি যখন Appointment Date  পাবেন তখন একটি প্রিন্টকৃত ডকুমেন্টস।
         Medical Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে
বর্তমানে  Medical Visa জন্য কোন Appointment Date লাগে না। আপনি শুধু ওদের অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাকে ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে।

          যেহেতু বেশীর ভাগ মানুষই  Tourist Visa যায় তাই অন্যন্য ভিসার তথ্য জানতে আমাকে ইমেইল করুন। ধন্যবাদ

      যাইহোক, বলেছিলাম একটি Valid Passport লাগবে এবং আপনাকে জানতে হবে যিনি যাবেন তিনি কোন Visa Category তে ইন্ডিয়া যেতে চান? তারপর আপনাকে জানতে হবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোট কয়টি অফিস আছে? ঢাকা অফিস, চিটাগাং অফিস এবং রাজশাহী অফিস ,বাংলাদেশে ওদের মোট ৩টি অফিস আছে এবং শোনা যাচ্ছে যে আরো অফিস হবে। যাহোক আমি আপনাদের ঢাকা অফিস এর কাজ করার প্রাথমিক ধারনা দিব।

 Online Form Fill Up Process
        প্রথমে আপনি Passport এর থেকে সব তথ্য নিয়ে Online এ একটি ফর্ম পূরণ করবেন। দেখুন কিভাবে...
ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্ক এ ধুকলে প্রথমে আপনি দেখতে পারবেন Online Visa Application ট্যাব। ওই ট্যাবে ক্লিক করলে আপনি একটি নতুন উইন্ডোতে চলে যাবেন সেখান থেকে আপনাকে পর্যায়ক্রমিক ভাবে দেখাচ্ছি

*** Country you are applying visa from থেকে Bangladesh সিলেক্ট করতে হবে।
*** তারপর Indian Mission থেকে আপনি যেই অফিস থেকে ভিসা নিবেন তা সিলেক্ট করতে হবে (ধরি ঢাকা)
*** তারপর Nationality থেকে Bangladesh সিলেক্ট করে দিন।
*** তারপর Date of Birth এ Applicant এর পাস্পোর্ট এ উল্লেখিত জন্মতারিখ দিন (০১/০১/২০০০)
       তারপর ইমেইল আইডি আপনার ইচ্ছা, দিতে পারেন আবার নাও দিতে পারেন।
*** তারপর Expected Date of Arrival থেকে আপনার কাংক্ষিত যাওয়ার তারিখ দিন। (ধরি ২০/০১/২০১৫)
এখানে বলে রাখা ভাল আপনাকে জানতে হবে যে আপনি যেদিন ইন্ডিয়া যেতে চাচ্ছেন Appointment date কি তার আগে না পরে? মানে হল ধরুন আপনি দিলেন ১০/০১/২০১৫ কিন্তু আপনি  Appointment date পেলেন ১৫/০১/২০১৫ তাহলে হবে না। সঠিক সময় ও ডেট জানার জন্য আমার পুর্বের লেখাটি দেখুন এই লিঙ্ক থেকে

***  তারপর Visa Type থেকে সিলেক্ট করুন আপনি কোন ভিসার জন্য আবেদন করবেন (ধরি Tourist Visa).
 তারপর Access Code টি দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

******** স্টার চিনহিত জায়গা গুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে********

তারপর যে পেজ আসবে সেখান থেকে Passport এ দেয়া তথ্য গুলি খুব সাবধানে পূরণ করুন।
তারপর Save And Continue তে ক্লিক করুন।
তারপর যে পেজ আসবে সেখান থেকে খুব সাবধানে সব তথ্য পূরণ করুন।
তারপর Save And Continue তে ক্লিক করে  যে পেজ আসবে সেখানের সব তথ্য সাবধানে পূরণ করুন। ছবি দেয়ার জায়গাটিতে আপনার স্ক্যান করা ছবিটি আপলোড করে দিন।
তারপর Save And Continue তে ক্লিক করে পরবর্তি পেজ থেকে Verify and Continue তে ক্লিক করে আপনি যেখানে যেতে চান সেখানের তথ্য দিয়ে Continue তে ক্লিক করলে একটি Application Id পাবেন ওই আইডিটা সেভ করে রাখুন।
******************* Application Id টির মেয়াদ থাকবে ৫ দিন***********

                                                         Final Process


এবার যখন ডেট ছাড়ার সময় হবে তখন ওদের সাইটে আপনি ২০ মিনিট আগে ধুকুন, তারপর Print Registered Application এ ক্লিক করুন দেখুন একটা পেজ আসবে। নিচে দেখুন



***** Indian Mission Name থেকে সিলেক্ট করুন Bangladesh-Dhaka.
***** তারপর Application Id তে আপনার সেভ করে রাখা আইডিটি কপি করে পেস্ট করে দিন,
***** তারপর Date Of Birth কপি-পেস্ট করুন, তারপর Passport No কপি-পেস্ট করুন.
তারপর নিচে দেখুন একটি Access Code দেয়া আছে নিচের ঘরে Access Code টি বসান। Access Code এর Validity থাকে ১০ মিনিট। বলে রাখা ভালো যে আপনি যখন Print Registered Application এ ধুকে  Indian Mission Name এ Bangladesh-Dhaka সিলেক্ট করবেন তখন শুধু Reprint Button আসবে , কারন ডেট ছাড়ার আগে আপনি Get appointment বাটন পাবেন না । আপনাকে Get appointment আনতে হলে Source Code edit করতে হবে। ভয় নেই আমি শিখিয়ে দেব কিভাবে  Source Code edit করবেন।

          যেমন আপনি Indian Mission Name থেকে Bangladesh-Dhaka তে মাউসের কার্সর এনে রাইট বাটন ক্লিক করুন, তারপর Inspect Element এ ক্লিক করুন দেখুন নিচে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। সেখান থেকে BGDD0 থাকবে আপনাকে BGDD1 করে দিতে হবে। না বুঝলে নিচের ছবিটি দেখুন,

তারপর Enter চাপুন এবং এই উইন্ডোটি কেটে দিন। এবার Indian Mission Name থেক Bangladesh-Dhaka সিলেক্ট করুন দেখবেন Get appointment  বাটনটি চলে এসেছে। Get appointment বাটনে কখন ক্লিক করবেন জানতে এখানে দেখুন  । Get appointment ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে ওখানে আপনি আপনার কাঙ্খিত ডেট টি সিলেক্ট করে Confirm The Appointment Date এ ক্লিক করুন। তারপর দেখবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সেখান থেকে দেখবেন আপনার Appointment Date টি কনফার্ম হয়েছে কিনা। যদি না হয় তবে আবার পরের দিন একি নিয়মে চেষ্টা করুন।

এবার কিছু প্রশ্ন এবং তার উত্তর...
প্রশ্ন-- এতো সহজে ডেট পাওয়া যাবে?
উত্তর-- জ্বী না। অনেক ধরনের সমস্যার সম্মুক্ষীন হতে হবে। কোন কোন Problem হতে পারে তা জানার জন্য আমার আগের  লেখা এখান থেকে দেখুন
প্রশ্ন-- কোন ব্রাউজার ব্যবহার করব?
উত্তর-- Mozilla Firefox Update Version ব্যবহার করুন। এছাড়াও আছে Opera, Iron, Comodo Dragon,  এবং আপনার পছন্দ মত।

প্রশ্ন-- ইন্টারনেট স্পীড কত হলে ভালো হবে এবং কোন কোম্পানীর ইন্টারনেট ব্যবহার করব?
উত্তর-- মিনিমাম ১Mbps স্পীড হলে ভালো হয়। স্পীড যত বেশী তত ভালো। কিন্তু মনে রাখবেন স্পীড বেশী মানেই ডেট পাওয়ার সমাধান না। আপনি ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করতে পারেন অবশ্যি ডেডিকেটেড ব্যান্ডুউইথ হতে হবে। এছাড়া যেকোন মোবাইল কোম্পানীর মডেম ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আমার পরামর্শ হল এক সিম ২ সপ্তাহের বেশী ব্যবহার করবেন না।

প্রশ্ন-- ভাইয়া সবাই ডেট পাচ্ছে আমি কেন পাচ্ছি না?
উত্তর-- এই প্রশ্ন যদি আমি আপনাকে করি যে সবাই পাচ্ছে কম-বেশী তাহলে আপনি পাচ্ছেন না কেনো? তারমানে হল আপনি নিশ্চয়ই কাজটি ভালোভাবে শেখেন নি।
                      আর কোন প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

কিছু Add-Ons

ফায়ারফক্স ব্যবহার করলে কিছু Add-Ons ব্যবহার করতে হবে। যেমন Auto Form, Show Selected images, Multifox .
*** Auto Form এর কাজ হল আপনার প্রবেশকৃত Application Id, Date Of Birth, Passport No সেভ করে রাখার জন্য।
*** Show Selected images এর কাজ হল আপনার  Access Code টি পরিবর্তনের জন্য।
*** Multifox এর কাজ হল একের অধিক উইন্ডো ওপেন করার জন্য।

কিছু অভিজ্ঞতা
InDian Visar জন্য এই কাজটিকে কেউ সিরিয়াসলি নিবেন না দয়া করে। আমি তখন থেকে এই কাজের সাথে জড়িত যখন সব সময় ডেট ওপেন থাকতো। এবং তখন ডেট করে দিতাম মাত্র ৫০/১০০ টাকায়। কাউকে আবার ফ্রি। হঠাত করে কি হল নিজেও বুঝলাম না দেখি এখন আর সবসময় ডেট ছাড়ছে না। দিনের নির্দিষ্ট একটা সময় ডেট দিচ্ছে তাও আবার অল্প কিছুক্ষনের জন্য। হঠাত করেই মানুষ এটা থেকে আয় করার একটা উপায় বানিয়ে ফেলল। আমি নিজেও বুঝি যে আমরা কিছু সাধারন মানুষ কে জিম্মি করে তাদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছি তা খুবই অন্যায়। কিন্তু আমার প্রশ্ন হল হঠাত করে কেন এমন হল এবং এর জন্য কি একক ভাবে যারা  এই কাজ করে তারা দায়ী নাকি কোন একটা মহল এর পিছনে জড়িত।

যাইহোক দয়া করে দেউ এই কাজকে Professionally নিবেন না। ধন্যবাদ সবাইকে। কোন প্রশ্ন থাকলে কমেন্টস করবেন চেষ্টা করব জানাতে।

Indian Visa Appointment Accurate Date and Time (Update Daily)



Indian Visa Appointment  Accurate Date and Time (Update Daily)


 বর্তমান সময়ের সব থেকে বেশী আলোচিত বিষয় হল Indian Visa Appointment নিয়ে। আমাদের স্টুডেন্টদের একটি রোজগার এর মাধ্যম হল এই Indian Visa Appointment এর কাজ।

কিন্তু কখন ডেট ছাড়ে?

Indian Visa Appointment  Accurate Date and Time (Update Daily)
অনেকে ই কাজ করেন কিন্তু সঠিক টাইম না জানার কারনে ডেট নিতে পারছেন না। মূলত তাদের জন্য ই এই ক্ষুদ্র প্রয়াস...


যারা নতুন আছেন তাদের জন্য কিছু টিপস

কথা বেশী না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।
Indian Visa Appointment  Accurate Date and Time (Update Daily)

                      ............Date  Time For  02-04-2015.............
                                      রোজ বৃহস্পতিবার

                           *****আজকের ডেট এবং সময় হল*****
  
চিটাগাং মিশনের আজকের ডেট---
09/04/2015   (শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ)  
চিটাগাং মিশনের আজকের সময়----
6:36:46 AM

ঢাকা মিশনের আজকের ডেট---- 
09/04/2015 (শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ)  
ঢাকা মিশনের আজকের সময়---- 
8:36:47 AM  
 
রাজশাহী মিশনের আজকের ডেট-----
12/04/2015 (মঙ্গলবার এবং বুধবার সাপ্তাহিক বন্ধ)
রাজশাহী মিশনের আজকের সময়----
9:36:46 AM  


অনলাইনে সঠিক সময়ের ঘড়ি পেতে আপনার Internet Explorer এ নিচের লিঙ্ক টি কপি করে পেস্ট করুন...।       http://www.timeanddate.com/worldclock/fullscreen.html?n=73 
আপনাদের সুবিধার্থে প্রতিদিন সকালে Time And Date Update করে দেয়া হবে।

আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।


Indian Visa Appointment  Accurate Date and Time (Update Daily)

Indian Visa Appointment Some Tricks For New Updated (ইন্ডিয়ার ভিসা ডেট পাবার সামান্য কিছু টিপস)

Indian Visa Appointment Some Tricks For New Updated (ইন্ডিয়ার ভিসা ডেট পাবার সামান্য কিছু টিপস)

লেখাটা অনেক বড় ধৈর্য ধরে পড়বেন

বর্তমান সময়ে Indian Visa কাজ করে আমরা বেকার যুবকেরা কিছুটা সচ্ছলতার মুখ দেখেছি। Indian Visa কাজটি মূলত কিছু Simple Tricks দিয়ে করা হয় (আমার মতে)। এই লাইনে বর্তমানে কিছু নতুন মুখ এর আনাগোনা দেখা যাচ্ছে। আসলে বিষয়টা এতোই গুরুতর করে ফেলেছেন সবাই যে যখন Date ছাড়ে  তখন হুরমুর করে যাপিয়ে পড়ি  আর Server হয়ে যায় ব্যস্ত। ঠিক তখন কিছু কমন সমস্যায় পরতে হয় সবাইকে, আমি আবার বলছি যে এই সমস্যায় সবাইকে পরতে হয়।

     কিছু নতুন ওয়ার্কার মনে করেন যে তাদের যে সমস্যা হচ্ছে তা অন্যকারো হচ্ছে না। এ্টা আসলে ভুল ধারনা। সবাইকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়।

আমার কিছু নিজস্ব ধারনা শেয়ার করি আপনাদের সাথে। আমি Internet Use করি অনেক দিন ধরে। এবং আমার কোন নতুন কিছু শেখার ব্যাপারে অনেক আগ্রহ এবং ধৈর্য আছে। Facebook এর কল্যানে আমরা এখন অনেক কিছু ই জানতে পারছি। Facebook এ কিছু ভালো ভালো গ্রুপ আছে যারা এই ব্যাপারে সাহায্য করেন। এখন আপনাদের কিছু প্রশ্নের সম্মুখীন করতে চাচ্ছি। এইসব প্রশ্ন সবাই কম বেশী সম্মুখীন হন।

প্রশ্ন-উত্তর পর্ব

প্রশ্ন- ভাইয়া আসসালামুয়ালিকুম, কেমন আছেন? আপনি কি Indian Visar কাজ করেন?
উত্তর-- জ্বী ভাইয়া।
প্রশ্ন-- ভাইয়া আমাকে কি একটু কাজটা শেখানো যাবে?
উত্তর- ভাইয়া আপনি কি এই কাজটা সম্পর্কে সব কিছু জানেন?
প্রশ্ন-- না ভাইয়া জানি না। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্লিজ Help করেন? 
প্রশ্ন উত্তর পর্ব বেশী বড় করবো না, কারন প্রায় প্রতিদিন ই অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়।
ধৈর্যশীল দের আল্লাহ পছন্দ করেন। আপনারা অনেকেই হয়ত ভাবছেন যে বেটা কি বলতে কি বলতে চাচ্ছে? ভাইয়েরা মূল বিষয়টাতে যাওয়ার আগে প্রাথমিক ব্যাপারটা অবশ্যি জানতে হবে।
এবার আসি কিছু পর্যালোচনাতে ২নং প্রশ্ন টা খেয়াল করুন

প্রশ্ন-- ভাইয়া আমাকে কি একটু কাজটা শেখানো যাবে?
উত্তর- ভাইয়া আপনি কি এই কাজটা সম্পর্কে সব কিছু জানেন? উত্তর ছিল
প্রশ্ন-- না ভাইয়া জানি না। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্লিজ Help করেন? 

এবার আমার কিছু কথা হল ভাইয়েরা আপনি একটা কাজ করতে যাচ্ছেন কিছু না জেনে না বুঝে? আবার আমি কিছু প্রশ্ন করি আপনাদের আপনারা মনে মনে উত্তর দেন। আপনি একটা চাকরি করবেন কিন্তু অই চাকরিটা সম্পর্কে যদি আপনার Minimum জ্ঞ্যান না থাকে তবে কি সে চাকরি আপনি করতে পারবেন?

অনেক মানুষকেই দেখি যে টিপস বেঁচে খেতে আবার অনেকেই বলেন নতুন নতুন Tricks আছে, কারো লাগলে টাকা দিয়ে কিনে নিতে হবে। যারা এইসব মানুষের সাথে যোগাযোগ করেন, তাদের সবাই ই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমি বলি কি ভাইয়া আপনার মাথায় যদি কিছু না থাকে তবে এই লাইনে না আসাই ভালো। আর যারা ধৈর্য ধরে লেগে আছেন আমি হলফ করে বলতে পারি যে সফলতা আসবেই। চেষ্টা করুন নিজে নিজে ই কিছু নতুন তথ্য আবিস্কার করতে। অনেকেই আছেন কাজের ক ও জানেন না কিন্তু শুধু ডেট পাই না বলে আফসুস করেন। তাদের বলছি আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার দুর্বলতা কোথায়? যারা ডেট পাচ্ছে আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি যে এক এক জনের ডেট পাওয়ার Tricks আলাদা। কিন্তু বেসিক জিনিস কিন্তু একি। সবাই তাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে নতুন নতুন Tricks বের করতে পারলে আপনি কেন পারবেন না? আর যদি না পারেন তবে আমি বলব দয়া করে আপনি এই কাজ আর করবেন না। আর যদি মনে অদম্য ইচ্ছা থাকে তবে আপনিও দেখিয়ে দিন যে আপনিও পারবেন। সেদিন ডেট আপনার কাছে এসে ধরা দেবে। আপনার মুখেও হাসি ফুটবে।
                   পরিশেষে বলব আপনি হাজার বার কারো কাছে অনুনয় বিনয় করলেও তারা আপনাকে সাহায্য করবে না। অবশ্য সবাই এমন না। ছোট্ট একটি গল্প বলি, দুই বন্ধু ছিল এক গ্রামে। ১ম বন্ধুর নাম ক, ২য় বন্ধুর নাম খ। তারা দুইজন ই বেকার। হঠাত করে ওরা লোক মুখে শুনেছেন যে হাস-মুরগীর ফার্ম দিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। তাই দুইজনেই স্বিদ্ধান্ত নেয় ফার্ম করার। ক নামের লোকটি কিভাবে হাস-মুরগীর ফার্ম দিতে হবে এই বিষয়ে খোজ-খবর করতে লাগলেন। খোজ-খবর করে অনেক তথ্য যোগাড় করে ফার্ম টি চালু করে দিলেন। খ নামের লোকটি কোন খোজ-খবর না করেই ফার্ম শুরু করে দিলেন। তারপর দিন যায় মাস যায় দেখতে দেখতে বছর ও পেরিয়ে গেলো। ক নামের লোকটি তার ফার্ম থেকে অনেক লাভজনক একটি পজিশনে পৌছালেন আর খ নামের লোকটি তার ফার্ম থেকে কোন সন্তোষজনক কিছু করতে তো পারলেন ই না বরঞ্চ আরো ক্ষতির সম্মুখীন হলেন। 
                     আশা করি আপনারা আমার গল্পটির সারমর্ম বুঝতে পেরেছেন।

কাজ করতে গিয়ে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা 
Online এর Indian Visa Appointment এ কাজ করতে গিয়ে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আপনাদের সবাইকে এই বিষয়গুলি Share করার প্রয়োজন মনে করছি। আমরা সবাই Facebook Use করি, এবং Facebook এ কিছু গ্রুপ আছে যেখান থেকে কম-বেশী সবাই বিভিন ব্যাক্তির কাছ থেকে প্রতারিত হয়েছেন। আমি অনেকবার ই বিভিন্ন ব্যক্তিদের কাজ করে টাকা পাই নাই। আবার অনেকে Software নামক ভুয়া একটি জিনিস এর খোজে হারিয়েছেন পকেটের সম্বল। একটি সাইট আছে যেখানে আপনি অইসব প্রতারক দের নাম, Facebook আইডি, মোবাইল নং পাবেন। সাইটটি হল protarok.tk. আমি ব্যক্তিগত ভাবে যিনি এই সাইটটি তৈরী করেছেন তাকে সাধুবাদ জানাই। এবার ফিরে আসি আলোচনাতে, অনেকেই দেখবেন আপনাকে লোভনীয় প্রস্তাব দিয়ে ডেট করিয়ে নিয়ে টাকা দিবে না। তাই আপনাদের বলছি অনেক টাকার লোভ এ না পরে ভালো মানুষের সাথে কাজ করার। টাকা হয়ত কম পাবেন কিন্তু টাকাটা লস হওয়ার সম্ভাবনা নাই। আপনারা যদি চান তবে আমার সাথে কাজ করতে পারেন। আমাকে ফেসবুকে ইনবক্স করবেন যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক।
Indian Visar কাজ করতে চাচ্ছেন? Welcome , কিন্তু এই কাজটা কিভাবে করতে হয় এটা জানার আগে প্রাথমিক কোর্স শেষ করুন। Google এ খুজুন , অনেক অনেক সময় দেন ইন্টারনেট এ। যখুনি আপনার মনে হবে যে আপনি প্রাথমিক ব্যাপারটা বুঝে ফেলেছেন তখন দ্বিতিয় ধাপে যান। Step By Step আগান সফলতা পাবেন Sure.
প্রাথমিক কিছু ধারনা হল 
How To Apply For Indian Visa ?
Visa Category?
Which Document Submitted Must?
তারপর 
How To Get Appointment Date ?
এই বিষয় গুলা আপনাকে অবশ্যি জানতে হবে।
এবার আসি আপনাদের কিছু সমস্যা এবং তার কিছু সমাধান
প্রশ্ন  --- Indian Visar Site এ ধুকতে পারছি না।
উত্তর -- ধরুন আপনি একটি বাসে করে ঢাকা যাচ্ছেন ওই বাসে আসন হচ্ছে ৫২ টা। এখন ওই বাসটি ঠিক ১০টায় ছেড়ে যাবে। বাসের প্রত্যকটি সিটে মানুষ আছে এখন যদি ওই বাসে আরো মানুষ যেতে চায় তাহলে কি হবে? ব্যাপারটা চিন্তা করে দেখেন। Indianvisa-bangladesh.nic.in এই সাইট টা আমাদের সবার একি সাথে ভিজিট করার কারনে ওভারলোড হয়ে যায়।
প্রশ্ন --- তাহলে কি করা যায়?
উত্তর --- ধরেন আপনি যেই বাসে যাবেন সেই বাসে আগে আসলে আগে সিট পাবেন ভিত্তিতে লোক নেয়া হবে। আপনি তখন কি করবেন? নিশ্চয়ই যত দ্রুত সম্ভব আসবেন এবং আপনার সিটটি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টস করতে ভুলবেন না :)
প্রশ্ন --- Captcha Reload হচ্ছে না?
উত্তর--- এই Problem টার স্থায়ী কোন সমাধান আসলেই নেই (আমার জানামতে)। তারপরেও আপনারা সুবিধার জন্য আগে থেকে পেজ এনে রেখে ২/৩ মিনিট পরপর Captcha Reload দিতে থাকুন। যারা BGD দিয়ে কাজ করেন তারা জানেন নিশ্চয়ই যে Captcha Valid থাকে ১০ মিনিট পর্যন্ত। আরো কিছু কেউ যদি জেনে থাকেন তবে বলবেন আমি এখানে পাব্লিশ করে দেব আপনার নাম সহ।
প্রশ্ন --- Get Appointment কাজ করে না?
উত্তর-- একটু লক্ষ্য করে দেখুন যে আপনার যেখানে Date Of Birth দেয়ার জায়গা আছে অইখানে ক্যালেন্ডার টি এসেছে কিনা? যদি না এসে থাকে তবে শিউর  থাকেন যে আপনার Get Appointment Button টি কাজ করবে না।
অনেকেই হয়ত কখন ডেট ছাড়ে তা জানেন না। তারা দেখে নিন এই লিঙ্ক থেকে  ডেট এবং টাইম ।

প্রশ্ন --- Get Appointment ক্লিক করার পরে আসে Connection Was Reset / Problem Loading Page?
উত্তর -- আপনাদের কারো আইডিয়া আছে যে যখন ডেট ছাড়ে তখন কত লোক Get Appointment এ হিট করে? ৫০,০০০ থেকে ৬০,০০০ হাজার লোক। স্বাভাবিক ভাবে ই তখন Server Busy হয়ে যায় এবং এই সমস্যা টি দেখাতে থাকে? সব থেকে ভালো হয় তখন শুধু Refresh করা।
প্রশ্ন-- কোন Ip Hide Software Use করলে কি ভালো সমাধান পাবেন?
উত্তর---  Ip Hide Software Use করলে স্বাভবিক ভাবে ই আপনার Internet Speed কমে যাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়ত উপকার পেতে পারেন। তবে আমি বলব Ip Hide Software Use না করতে। আর যদি একান্ত ব্যবহার করতে চান তবে Premium License Key সহ ব্যবহার করা ভাল।
কিছু Ip Hide Software এর নাম হল ঃঃ  Cyber ghost Vpn
                                                             HotSpotShield
                                                             Pure Vpn
                                                             Security Kiss
প্রশ্ন -- কোন Browser use করা ভালো?
উত্তর-- Mozilla Update Version , PaleMoon , Ice Dragon , Iron , Opera ব্যবহার করে দেখতে পারেন।
প্রশ্ন -- Date Confirm করার পরেও দেখি Blank PDF?
উত্তর-- আমার জানামতে ঢাকা মিশনে ডেট ছাড়ে ১৫০০, বুঝতে ই পারছেন যে অনেক মানুষ হিট করে এবং ডেট কিছুটা আপনার ভাগ্যর উপরেও নির্ভর করে। Internet Speed বেশী হলে দেখা যায় তারাতারি পিডিএফ নেমে যাচ্ছে। Internet Speed বেশী হলে যে ডেট পাবেন তা কিন্তু না। Date Confirm করার ১ থেকে ১.৩০ মিনিট এর ভিতর পিডিএফ নামলে  Date Confirm হওয়ার সম্ভাবনা থাকে।

পরিশেষে বলব এই কাজকে কেউ Professionally নিবেন না। আপনাদের যদি আরো কিছু জানতে চান তবে কমেন্টস করবেন আমি আমার সাধ্য মত চেষ্টা করব আপনাদের জানানোর।
অনেক কথা বলে ফেলেছি। দয়া করে ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কারও সাহায্য লাগ্লে কমেন্টস করুন আমি আপনাদের সাহায্য করব। 
যদি একটুও উপকৃত হন তবে আপনাদের ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন।
আবারো বলছি কারো কোন সমস্যা থাকলে কমেন্টস করুন।