ইন্ডিয়ান ভিসা ই-টোকেন সফটওয়্যার A To Z টিউটোরিয়াল । 100% WORKING .

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ?
আপনারা যারা ইন্ডিয়ান ভিসার ডেট ধরার কাজ করেন তারা খুব ভাল করেই জানেন যে বর্তমানে  একটি ডেট পাওয়া কত টা কঠিন এবং ভাগ্যের ব্যাপার । আর অনেকেই আছেন যারা একেবারেই ডেট পান না । কিন্তু বর্তমানে সফটওয়্যার ব্যাবহার করে প্রতিদিন ১-২ টি করে ডেট পাওয়া যাচ্ছে ।
আর আজ  আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার যা দিয়ে কাজ হয়, এবং হবেই। সফটওয়্যারটি আসলে একটি ডেস্কটপ টুল যা ব্যাকগ্রাউন্ডে একটি ওয়েব ব্রাউজার এর মত কাজ করে। ১০০% কার্যকরী সেই সফটওয়্যারের নাম IVAC Software
 IVAC Software ১০০ ভাগ নিশ্চয়তা দেবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করার।
আপনার আশেপাশে যারা প্রতিদিন ডেট কনফার্ম করছে তাদের ১০০ জনের ৯০ জনই আমাদের তৈরি IVAC Software ব্যাবহার করছে। আপনার কাছে আমাদের সফটওয়্যার থাকলেই আপনি দিতে পারবেন ১০০% নিশ্চয়তা।
আপনি যদি একজন পার্ট টাইম ওয়ার্কার, একজন পাসপোর্ট বা ভিসা এজেন্ট, ব্যাবসায়ী, কিংবা ভারতীয় ভিসার ই-টোকেন এর কাজের সাথে জড়িত হন বা এ ধরনের ব্যাবসা করতে চান তাহলে আমাদের সফটওয়্যার টি আপনার জন্যই। কারণ, ভারতীয় ভিসা ভবিষ্যতে আর কখোনই লাইনে দাঁড়িয়ে নেওয়া যাবেনা, এখন এবং এরপর থেকে আজকের মতো অনলাইনেই নিতে হবে। আমাদের সফটওয়্যার আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দিতে পারবে না। তবে আপনি পরিমিত কিন্তু নিয়মিত আয় করতে পারবেন।
 আমরাই প্রথম এই ধরণের সফটওয়্যার সকলের ব্যাবহারের উপযোগী করে সার্ভিস দিয়ে থাকি। সুতরাং, আমাদের সফটওয়্যারের কোন বিকল্প নেই। 
 সফটওয়্যার মুল্য ৩০০০=/ টাকা ১৫ দিনের জন্য। 
৫০% টাকা দিয়ে সফটওয়্যার নিতে পারবেন । এবং বাকী ৫০% 
কাজ করার ২ দিনের মধ্যে পরিশোধ করতে হবে । 
আমাদের সাথে যোগাযোগ করুনঃ 01745046720







         
IVAC সফটওয়্যার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর দেখে নিন ।

প্র: IVAC সফটওয়্যার কি ?
উ: IVAC সফটওয়্যার একটি শক্তিশালী সফটওয়্যার যা দিয়ে ইন্ডিয়ান এম্ব্যাসি এর সার্ভারে অটোমেটিক ভাবে কনেক্ট করে ইন্ডিয়ার ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়া যায়। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য সফটওয়্যারটিতে মিশন, ওয়েব ফাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সফটওয়্যারটি চালু রাখতে হয়। যথাসময়ে সার্ভার ওপেন হলে সফটওয়্যারটি নিজেই আপনার হয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করে পিডিএফ ডাউনলোড করে রাখে।
প্র: আমি কি এটি ব্যবহার করতে পারবো?
উ: নিশ্চয়ই! IVAC সফটওয়্যার তৈরী করা হয়েছে এমনভাবে যাতে যে কোন সাধারন ব্যাবহারকারী এটা ব্যাবহার করতে পারে। আপনি যেহেতু এই পোষ্ট পর্যন্ত পৌছে গেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি অবশ্যই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন। কারন সফটওয়্যারটি ব্যাবহার করতে সামন্য কয়েকটি মাউসের ক্লিক আর অল্প কীবোর্ডের লেখা দরকার হয়।
প্র: সফটওয়্যারটি কিভাবে কাজ করে ?
উ: আমরা সবাই জানি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়ার জন্য যতটুকু সময় সার্ভার খোলা হয়, ততটুকু সময় সার্ভার প্রচন্ডরকম ব্যাস্ত থাকে অথবা ডাউন থাকে। আপনার ৫১২ কেবিপিএস বা ১ এমবিপিএস স্পিডের ইন্টারনেট সংযোগ থাকার পরেও ১০০ কিলোবাইট সাইজের গেট অ্যাপয়েন্টমেন্ট পেজটি লোড হয়না। এটা আপনার ইন্টারনেট লাইনের ইস্যু নয়, এটা ইন্ডিয়ান এম্ব্যাসির সার্ভার ইস্যু। অনেক অনেক ভিজিটর একই সাথে হিট করার কারনে ওদের সার্ভার টেমপরারী ডাউন হয়ে পড়ে।
আমাদের সফটওয়্যারটি কোন পেজ লোড না করে, ক্যাপচা বাইপাস করে সরাসরি ওদের ডাটাবেজে কানেক্ট করে এবং আপনার দেওয়া ইনফরমেশন ওদের ডাটাবেজে সাবমিট করে। পুরো ব্যাপারটা ঘটতে ১ সেকেন্ডেরও কম সময় লাগে, কারন এখান থেকে ৫-১০ কেবি ডাটা ওদের সার্ভারে পৌছাতে পারলেই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়।
প্রঃ এই সফটওয়্যার দিয়ে কী কী মিশনের ডেট কনফার্ম করা হয় ?
উঃ এই সফটওয়্যার দ্বারা আপনি ঢাকা এবং চিটাগং মিশনের ডেট কনফার্ম করতে পারবেন । আপাতত রাজশাহী  মিশন এর ডেট হবে না । সম্ভব হলে পরবর্তীতে আপনাকে জানানো হবে । 
প্র: সফটওয়্যারটি কাদের জন্য তৈরী করা হয়েছে?
উ: এটা আসলে ব্যাবসায়িদের জন্য তৈরী করা হয়েছে, ব্যক্তিগত ব্যাবহারের জন্য নয়। যাদের নিয়মিত এবং একাধিক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এটি মূলত তাদের জন্য। সাইবার ক্যাফে, ভিসা – ট্রাভেল এজেন্সী অথবা তাদের জন্য যারা ইটোকেন ব্যাবসা করছে বা করতে চায়।
প্র: আপনাদের সফটওয়্যারটি দৈনিক কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে সক্ষম?
উ: আসলে ইন্ডিয়ান এম্ব্যাসির সার্ভার খুব অল্প সময়ের জন্য খোলা থাকে। এখানে ডেট পাওয়াটা সফটওয়্যার ছাড়া সম্ভব ই না। আপনি যদি ৫১২ কেবিপিএস স্পীড এর ইন্টারনেট সংযোগের সাথে IVAC সফটয়ার ব্যাবহার করেন তাহলে প্রতিদিন অল্প সময়ের ভেতরেই আপনি নিশভিতভাবে দুইটি অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করতে পারবেন। তবে প্রতিদিন কমপক্ষে একটি ডেট কনফার্ম হবেই। আর যারা ১ এম্বিপিএস স্পীডের ইন্টারনেট সংযোগ ব্যাবহার করবেন তারা প্রতিদিন কমপক্ষে২ টা এবং সর্বোচ্চ ৩ টি ডেট কনফার্ম করতে পারবেন। এবং এটা পরীক্ষিত।
প্র: আমাকে কি ২৪ ঘন্টা কম্পিউটার চালু রাখতে হবে ?
উ: না। শুধুমাত্র যতটুকু সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য খুলো দেওয়া হয়, ঐ সময়ের ১৫-২০ মিনিট আগে চালু করলেই যথেষ্ট। আবার ২৪ ঘন্টা চালু রাখলেও কোন ক্ষতি নেই। কারন সফটওয়্যারটি প্রতি ৫ মিনিট পরপর ব্যাকগ্রউন্ডে আপনার অজান্তেই সার্ভারের সাথে যোগাযোগের চেষ্টা করবে। যতক্ষন না পর্যন্ত গেট অ্যাপয়েন্টমেন্ট বাটল সচল হবে, ততক্ষন পর্যন্ত ব্যাকগ্রউন্ডে আপনার অজান্তেই সার্ভারের সাথে যোগাযোগ চলতে থাকবে। যেহেতু সারাদিন রাত অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য সার্ভার খুলে রাখা হয় না, তাই সবসময় সফটওয়্যার চালু রেখে অতিরিক্ত কোন সুবিধা নেই।
প্র: কিভাবে আপনাদের পেমেন্ট করবো?
উ: আমরা বিকাশ এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট নিয়ে থাকি।
প্র: আমি কি আপনার সাথে দেখা করে সফটওয়্যারটি কিনতে পারি? আপনাদের অফিসের ঠিকানা কি?
উ: না। এ ধরনের সফটওয়্যার কেনা বেচায় কিছু আইনগত সমস্যা আছে, এবং আমরা প্রত্যেকেই তা অবগত।
প্রঃ আমি কি সফটওয়্যারটি পরীক্ষা করতে পারি অথবা, ডেমো পেতে পারি?
উঃ  অবশ্যই, আপনি ডেমো পেতে পারেন। তবে, সফটওয়্যারটি আমরাই পরীক্ষা করেছি এবং অনেকেই এটা ব্যাবহার করছে- তাই আপনার পুনরায় পরীক্ষা করার প্রয়োজন হবেনা। আর একদিনের জন্য কাজ করবে এরকম ভাবে আমাদের কোন সিস্টেম তৈরি করা নেই। সুতরাং, আপনি ডেমো সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল ও করতে পারবেন, কিন্তু তা কাজ করতে হলে লাইসেন্স এর চাবি চাইবে, যা আপনাকে ৩০০০/- টাকা দিয়ে ১৫ দিনের জন্য কিনে  নিতে হবে।   তবে এখন আমরা ৫০% টাকা নিয়েই সফটওয়্যার দেই এবং বাকী ৫০% কাজ হওয়ার ২ দিনের ভিতর পরিশোধ করতে হবে ।
প্র: ঠিক আছে। পেমেন্ট কনফার্ম করার কতক্ষণ পরে আমি সফটওয়্যারটি পাবো?
উ: আপনি পেমেন্ট কনফার্ম করার পর সেটা ভেরিফাই করার জন্য আমরা সর্বোচ্চ ১ ঘন্টা সময় নিয়ে থাকি । ১ ঘন্টার মধ্যে আপনাকে সফটওয়্যারটির লাইসেন্স কি / পাসওয়ার্ড পাঠানো হবে।
প্র: আমি যে কোন দিন যে কোন সময় আপনাদের সফটওয়্যার কিনতে পারি?
উ: না। শুধুমাত্র শনিবার থেকে বৃহস্পতিবার অফিস আওয়ার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যে কোন সময়ে আমাদের সফটওয়্যার কিনতে পারবেন। এর বাইরে অন্য সময়ে আমাদের সেলস ডিপার্টমেন্ট সম্পূর্ন বন্ধ থাকে। অর্থাৎ আপনি যদি বন্ধের দিন পেমেন্ট পাঠান অথবা সেলস ডিপার্টমেন্ট বন্ধ হবার পরে পেমেন্ট পাঠান তাহলে পরবর্তী কর্মদিবসের প্রথম ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।
তবে বিক্রয় পরবর্তী টেকনিক্যাল সাপোর্ট সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
প্র: আমি কি একই সাথে একই সময়ে ২ টি কম্পিউটারে সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবো?
উ: না। আমরা প্রতিটি সফটওয়্যার একজন ব্যাবহারকারীকে ব্যাবহারের অনুমতি দেই। একইসাথে একাধিক কম্পিউটারে সফটওয়্যারটি ব্যবহৃত হলে আপনার লাইসেন্স সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের কোন দায়বদ্ধতা থাকবে না।